Bangla
ইংরেজী একটা প্রবাদ আমার অনেক পছন্দের; "There is nothing unmixed blessings in the Earth". এই প্রবাদ বাংলা ২য় বইয়ে লেখা থাকে এভাবে; "চাঁদেরও কলঙ্ক আছে।" কৃত্রিম বুদ্ধিমত্তার বিবিধ উপকারী দিকের পর আমরা এর বিবিধ অপকারী দিক বর্তমানে দেখতে পাচ্ছি। এর মধ্যে অন্যতম হলো, AI দিয়ে Nude বানানো। এই বিষয় নিয়ে আজকে একটা বিস্তারিত আলোচনা করব। (বি:দ্র: এখানে ধর্মীয় আলোচনা সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে।)
প্রথমেই যে বিষয়টা ক্লিয়ার করা দরকার, AI শরীর থেকে কাপড় "সরায়" বা "Remove" করে না। তাহলে? এআই "Body Shape" এবং "Skin Color" ডিটেক্ট করে একটা "Random" বডি "Generate" করে সেটাকে ছবির উপর বসিয়ে দেয়। এখন আপনি বলবেন, "এইটা তো না হয় বুঝলাম ভাই। কিন্তু এই ছবি এতো 'Realistic' কেন লাগে?" কারণ, Generate এর পর AI আলো-ছায়ার একটা চমৎকার Shading করে, যাতে ছবিটা অনেক Realistic লাগে। এই পর্যায়ে বলতে হয়, এই বিষয়টাকে শতকরা ৯০% সময় অতটা Realistic লাগে না। যদি আপনি AI দিয়ে ছবি জেনেরেট করা নিয়ে একটু নাড়াচাড়া করেন, তাহলে আপনি প্রথম দেখাতেই বুঝে নিতে পারবেন এটা AI জেনেরেটেড। অথবা আপনি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষণ করেন, তাও আপনার বুঝতে পারার কথা। "প্রায়" সবগুলো Generated ছবিতে কয়েকটা বিষয় অনেক মিল থাকে। সেই মিলগুলো হলো:
ঔজ্জ্বল্য: ছবিগুলো বেশ উজ্জ্বল হয়ে থাকে।
কোয়ালিটি: ছবিগুলো প্রচন্ড হাই কোয়ালিটি হয়।
নিখুঁত: প্রত্যেকটা ছবিতেই Generated বডিগুলো সম্পূর্ণ নিখুঁত হয়। কোন মানুষ সাধারণত এতোটা নিখুঁত হয় না।
হাত: ছবিতে যদি হাত দেখা যায়, তবে শতকরা ৯০% সম্ভাবনা যে AI একটা গড়বড় ঘটাবেই।
এগুলো ছাড়াও ইত্যাদি ছোটখাটো আরো কয়েকটা ক্ষেত্রে এই ছবিগুলোর মধ্যে একটা বিশদ মিল লক্ষ্য করা যায়। এখন, AI এই "Generate" করার কাজটা কিভাবে করে? কাছে এই ধরণের ছবির একটা বিশাল ডাটাবেস আছে। এই ডাটাবেজ এর সাইজ কয়েক টেরাবাইট পর্যন্ত হয়। এই ডাটাবেজ এতোই সমৃদ্ধ যে প্রত্যেকটা ছবির বৈশিষ্ট্য পয়েন্ট আকারে বিস্তারিত লেখা আছে। আর AI এর প্রোগ্রামের একটা মূল বৈশিষ্ট্যই হলো AI প্যাটার্ন বুঝতে পারে। আর মানবশরীরেরও একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। যেমন: উপর থেকে শুরু করলে সবসময় মাথায় পাবেন। আর মাথায় শুরুতে সবসময় চুল থাকে, এরপর চোখ, নাক, দুই ঠোঁট ইত্যাদি। তো এই "প্যাটার্ন বুঝতে পারার" ক্ষমতা ব্যবহার করে AI আপনার দেওয়া ছবির মানুষের "Skin Color" আর "Body Shape" নির্ণয় করে এবং সেই তথ্যের সাথে মিলসম্পন্ন ডাটাবেইজ এর তথ্য ব্যবহার করে একটা সম্পূর্ণ নতুন শরীর "Generate" করে।
তাহলে এখন মনে প্রশ্ন জাগতেই পারে, AI কি সব নষ্টের মূল? উত্তর হচ্ছ না, AI সব নষ্টের মূল না। AI আসার আগেও এইসব কাজ-কর্ম হতো। তবে তখন আর এখনের পার্থক্য হচ্ছে, তখন এইসব Realistic ভাবে বানানোর জন্য Adobe Photoshop এক্সপার্ট এবং Photo Manipulation এক্সপার্ট হতে হতো। পাশাপাশি এক-একটা ছবি বানাতে খরচ করতে হতো কয়েক ঘন্টার উপর (যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তারা জানে)। আর এখন এই কাজের জন্য গড়ে খরচ হয়, ৫ মিনিট। পার্থক্য শুধু এখানেই। (এই জায়গায় এসে অনেকে আবার Photo Manupulation জিনিসটাকে খারাপ ভাবতে পারেন। কিন্তু এমনটা না। এটা গ্রাফিক্স ডিজাইনের একটা অনেক ডিমান্ডিং সেক্টর যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অনেক কাজে লাগে)। এইখানে আরেকটা যে বিষয় বলতে চাই, সবাই Object Remover এবং Dress Remover AI এর মধ্যে গুলিয়ে ফেলছেন। Object Remover এপগুলো ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ যেমন: ভুলে ফ্রেমে ঢুকে পড়া মানুষ টাইপ জিনিস রিমুভ করে। এটা ভালো জিনিস। এটাকে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। আর Dress Remover AI এই খারাপ উদ্দেশ্যেই তৈরি হয়েছে। এটা খারাপ জিনিস।
বেশ গুরুতর একটা সমস্যা। এর প্রতিকার এবং প্রতিরোধ কি? প্রথমেই আসি এই অপরাধের শিকার হলে আপনার কি করণীয়। এর শিকার হলে আপনার প্রথম, একমাত্র এবং সর্বশ্রেষ্ট করণীয় হলো সাইবার ক্রাইমে মামলা দায়ের করা। এছাড়া এখন পর্যন্ত কোন ভালো, কার্যকর এবং বিশ্বাসযোগ্য পন্থা এখন পর্যন্ত নেই। ইন্টারনেটে নানা জায়গায়, StopNCII (Stop Non-consensual Intimate Image Abuse) নামে এক সাইটের কথা শোনা যাচ্ছে। এটা ভালো এবং বিশ্বাসযোগ্য। তাই পুলিশে মামলা করার পাশাপাশি এখানেও কেস করাই যায়। তবে এই সাইট অতটা কার্যকর নয়। কেন? কারণ, এই ধরণের সমস্যার শিকার হলে এই সাইটে গিয়ে প্রথমে কেস করতে হয়। এরপর এই সাইট সেই কেইসের ছবি থেকে Hash সংগ্রহ করে (প্রত্যেকটা মানুষের ইউনিক পরিচয় যেমন তার ফিঙ্গারপ্রিন্ট, তেমনি প্রত্যেকটা ছবির ইউনিক পরিচয় তার Hash; এজন্য Hash কে বলে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট)। সেই Hash তারা পাঠিয়ে দেই তাদের Participant Company এর কাছে পাঠায়। সেই কোম্পানিগুলো সেইম Hash এর ইমেজ তাদের সাইট/এপ থেকে রিমুভ করে দেয় এবং ভবিষ্যতে যাতে প্রকাশ হতে না পারে, তার ব্যবস্থা নেই। তাদের Participant Company গুলো হলো: Facebook, Instagram, Bumble, Thread, Reddit, OnlyFans এবং Tiktok. এই পদ্ধতি যে কারণে কার্যকর নই:
Hash এর উপর আরোপিত এই ব্যান বাইপাস করা কোন ব্যাপারই না।
এই সাইট Participant Company বাদে অন্য কোথাও থেকে ছবি রিমুভ করতে অক্ষম।
তাই এই সাইট অতটা কার্যকর। তবে মামলা করার পাশাপাশি এখানেও একটা কেস অবশ্যই করে রাখতে পারেন। এইতো গেল সমস্যার শিকার হলে কি করবেন তার ব্যাপারে আলোচনা। এখন আলোচ্য বিষয় হলো এর শিকার যাতে না হন, সেক্ষেত্রে কি করতে পারেন? দেখেন, এই সাইটগুলো আপনার NID ফটো থেকেও ছবি Generate করতে সক্ষম। এদের শুধুমাত্র মনুষ্যসদৃশ একটা আকৃতি দরকার। আর কিছুই নাই। আপনি যা করতে পারেন:-
ইন্টারনেটে কোথাও নিজের কোন প্রকার কোন ছবি না দেওয়া এবং আগে থাকা আপলোড করা যেকোন ছবি সড়িয়ে ফেলা, অথবা খুব সীমিত পরিসরে, ছবি শেয়ার করা যাতে তা আপনার ঘনিষ্টজনদের বাইরে না যাওয়া।
একটু ঘুরিয়ে দাঁড়িয়ে, খানিকটা জুম করে ছবি তুলবেন। আপলোড দেওয়ার সময় ছবির রেজুলেশন কিছুটা কমিয়ে দেবেন। এমন পোশাক পড়বেন যাতে শরীরের আকার ভালো বোঝা না যায়। যেমন: শীতকালে কেউ যখন নরমাল কাপড়ের উপর জ্যাকেট পড়ে, তখন যেমন শরীরের সঠিক আকার বোঝা যায় না, এরকম ধরণের পোশাক। আরেকটা মজার জিনিস যে করতে পারেন, সেটা হচ্ছে আপনার শরীরের সাথে কিছুটা মিলে যায়, এমন রঙের কাপড় পড়বেন। চুল দিয়ে শরীরের একটা অংশ ঢেকের ফেলার একটা চেষ্টা করবেন।
এখানে এটা অবশ্যই বলে দিতে হয়, উল্লেখিত পদ্ধতিগুলো বাদে আর ভালো কোন উপায় এখন পর্যন্ত নেই এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করলেও আপনি ১০০% সেইফ না। ইভেন ৮০% ও সেইফ না। তবে ৩ নম্বর অপশনের ট্রিক্স ব্যবহার করলে ৭০% সেইফ থাকতে পারেন। কারণ, ওই সাইটগুলোতে এমন ছবি দিতে বলা হয়, যেগুলোতে ৩ নম্বর পয়েন্টের বিপরীত বৈশিষ্ট্য আছে।
অনেক বিস্তারিত আলোচনা তো হলো। আশা করি AI এবং তার Nude বানানো নিয়ে যাবতীয় কিছু আপনি জেনে গিয়েছেন। এই ছিল যাবতীয় সব তথ্যাদি। আজকে হয়তো AI এসেছে। ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি আসবে। এইসব নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু না। আপনার পরিচিত কেউ যদি এই সমস্যার শিকার হন, তাহলে দেরী না করে দ্রুত পুলিশে যোগাযোগ করুন। কারণ এই ধরণের কাজ শাস্তিযোগ্য অপরাধ।
Bদায়
কলমে: তারুণ্য
