Bangla
তো সেইদিন সখিনার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। তবে রিসিভ করার আগেই কলটা কেটে গেল। এখন সখিনা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা খাটায় ইন্সটল করলো True Caller আর সেই নাম্বারের খোঁজ নিতে লাগলো সেখানে। এখন! এখন!! সেইখানে সেই নাম্বারের নাম দেখাইতে লাগল: Bandur।
হ্যাঁ ঠিক ধরসেন। সখিনা আবার এসে আমাকেই ধরল। আমি দীর্ঘক্ষণ ধরে সেই নাম্বারের নাম নিয়ে গবেষণা করলাম। প্রথমে ভাবসিলাম "বান্দর" লিখসে। পরে বুঝলাম! আসলে এটা "বন্ধুর" লিখসে। মানে কেউ নতুন সিম কিনার পর ফার্স্ট টেস্টিং কল বন্ধুকে দিসিলো আর বন্ধু সেইটা এই নামে সেইভ করে রাখসিলো। আমি আমার এই গবেষণার ফলাফল সখিনাকে জানালাম।
সখিনা: ওওও! আচ্ছা, এই এপটা সব নাম্বারের ডাটা কিভাবে পাই?
আমি:- Crowd Sourcing এর মাধ্যমে।
সখিনা:- এ্যাঁহ?
আমি:- আচ্ছা, তুমি যখন True Caller ইন্সটল করলা, তখন সে তো তোমার থেকে তোমার কন্টাক্ট দেখার অনুনতি নিয়ে নিসে, না?
সখিনা:- জানি তো না।
আমি:- এপ এ ঢুকার আগে, তুমি একটা Allow বাটনে ক্লিক করসো না?
সখিনা:- হ্যাঁ।
আমি:- হুম। তার মানে এখন True Caller এ কাছে, তোমার কন্টাক্ট লিস্ট দেখার পারমিশন আছে। এখন এই পারমিশন পাওয়ার পর পরই সে তোমার কমপ্লিট কন্টাক্ট লিস্ট নিজের ডাটাবেইসে সেইভ করে নিসে।
সখিনা:- এ্যাঁহ!! কি বলো?
আমি:- হ্যাঁ। এখন তোমার মোবাইলে কয়টা কন্টাক্ট আছে?
সখিনা:- এইতো, ২৪০টা।
আমি:- তার মানে বুঝচ্ছো?
সখিনা:- মানে আমার একজন থেকেই ২৪০ জনের নাম আর তাদের নাম্বার পেয়ে গেসে?
আমি:- হ্যাঁ, True Caller এর ডাউনলোড এখন ১ বিলিয়ন এর বেশি। তার মানে ১ বিলিয়নেরও বেশি বার এই True Caller ডাউনলোড হয়সে।
সখিনা:- তার মানে তো দুনিয়ার প্রায় সবার নাম্বারই এদের ডাটাবেইসে সেইভ আছে???
আমি:- হ্যাঁ।
সখিনা:- আচ্ছা, যেমন ধরো আমার মা'র নাম্বার আমার মোবাইলে সেইভ আছে, "Ma" দিয়ে। এরকম ক্ষেত্রে ওরা কি করে?
আমি:- তোমার মায়ের নাম্বার তো অনেকের ডিভাইসেই সেইভ আছে। যে নামটা বেশিরভাগ ডিভাইসে সেইভ আছে, ওরা সেই নামটাই সেইভ করে।
সখিনা:- আচ্ছা ওরা নাম্বার দিয়ে আর কি-ই বা করতে পারে?
আমি:- এই যে ডাটা, এখন ওরা চাইলেই এই ডাটা বেঁচে দিতে পারে যে কারো কাছে। এখন এই যে ডাটাটা, তোমার নাম এবং তোমার নাম্বার, এই দুটা জিনিসই কিন্তু এনাফ তোমার সম্পর্কে বাকি তথ্য বের করে ফেলার জন্য। তোমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে তোমার ছবি বের করা সম্ভব। আর সেই ছবির সাথে এআই দিয়ে কি কি করা সম্ভব তার কোন লিমিট নাই। আবার ধরো, তোমার নাম তো জানে। এবার তোমাকে কল দিলো। কল দিয়ে মিনিট-দুয়েক আকডুম-বাগডুম বলে তোমার ভয়েস রেকর্ড করে নিলো। এবার সেই ভয়েস আর এআই দিয়েও লিমিটলেস কাজ করা সম্ভব। এইসব দিয়ে যদি কেউ তোমার নামে স্ক্যাম চালায়, সব দায় যাবে তোমার উপরই। আরো কি কি সম্ভব সেইদিকে নাই যাই।
সখিনা: অবুক!!
আমি: ২০২৪ চলে আসতেসে। আর আমরা এখনও ডাটার গুরুত্ব বুঝতেসি না। প্রত্যেকটা সিঙ্গেল ডাটা এখানে ইম্পর্টেন্ট। আমাদের ইন্টারনেটে শেয়ার করা প্রত্যেকটা ডাটা নিয়ে সতর্ক থাকা উচিত।
সখিনা:- হুম বুঝচ্ছি। আপাতত জ্ঞানদান বন্ধ কর। এপ ডিলিট করে দিচ্ছি।
আমি:- 🙂
ভালো থাকবেন, ভালো রাখবেন। Bদায়
কলমে: তারুণ্য
logging out.........
