Bangla
দুনিয়াতে খুঁজলে ব্ল্যাক লাভার এর অভাব হবে না। দুনিয়া বাদ দেন। আপনার পাশের বাসায় খোঁজ নিয়ে দেখেন, একটা ব্ল্যাক লাভার পেয়েই যাবেন। কাউকে খোঁজা-খুঁজিও বাদ দেন, একটা বড় সম্ভবনা থাকে যে আপনি নিজেই একজন ব্ল্যাক লাভার।
তো আপনি ব্ল্যাক লাভার হন আর না হন, আপনার মানতেই হবে কালো রঙের যেকোন জিনিসই সুন্দর (ইয়ে মানে, আমি নিজেও ব্ল্যাক লাভার কিনা।)
এখন ধরেন আলোর প্রতিফলন আর রঙের ব্যাপারটা আমরা সবাই জানি। কোন বস্তুরে আলো পড়লে সেই বস্তু যদিবসব রঙ শোষণ করে ফেলে এবং কোন আলো প্রতিফলন না করে, সেই বস্তুকে আমরা কালো দেখি। এখন, পুরো পৃথিবীতে এমন কোন বস্তু নাই, যে ১০০% আলো শোষণ করতে পারে। সবাই-ই একটু না একটু আলো প্রতিফলন করেই করে। কিন্তু একটা কেউ তো এমন আছেই আছে যে সবার থেকে কম আলো প্রতিফলন করে। আর সেই বস্তুটিই হলো মনুষ্যসৃষ্ট "VantaBlack"।
"VantaBlack" নাম এর মধ্যে "Vanta" শব্দটি একটি এক্রোনিম যার পূর্ণরূপ Vertically Alined Nanotube Arrays. এই মহাশয়কে Activated carbon high density skeleton, Multiwalled carbon nanotube (MWCNT), Vantablack S-VIS এবং Vantablack S-IR নামেও ডাকা হয়। তিনি আলোর জন্য এতই ক্ষুধার্ত থাকেন, যে দৃশমান আলোর ৯৯.৯৬৫% -ই তিনি খেয়ে ফেলেন তথা শোষণ করেন। এটা এতোই কালো, যে এটাকে কোন 3D বস্তুর উপর প্রয়োগ করলে, বস্তুটি 2D এরকম একটা ভ্রম হয়। কোন দুমড়ে-মুচড়ে যাওয়া এ্যলুমিনিয়াম ফয়েলের উপর ভ্যান্টাব্ল্যক ব্যবহার করলে দাগ দেখাই যায় না।
Surrey NanoSystems এর প্রতিষ্ঠাতা বেন জনসন ভ্যান্টাব্ল্যাক এর আবিষ্কারক। ব্রিটেনের ন্যাশনাল ফিজিক্স ল্যাবরেটরিতে এর প্রথম দিকের ডেভেলপমেন্ট করা হয়। ২০১৪ সালের জুলাইয়ে ভ্যান্টাব্ল্যাককে জনসাধারণে উন্মুক্ত করে দেওয়া হয় এবং প্রথম অর্ডার কমপ্লিট করা হয়। এ্যারোস্পেস আর ডিফেন্স সেক্টরে এর ডিমান্ডের সাথে তাল মেলানোর জন্য এর প্রোডাকশন কিছুটা বাড়ানো হয়। ২০২২ নাগাদ, এর উৎপাদন খরচ খুব বেশি হওয়ায় একক ভাবে কোন ব্যাক্তির কাছে এর সাপ্লাই এরা বন্ধ করে দেয় এবং শুধুমাত্র তাদেরকেই সাপ্লাই দেই, যাদের রিকোয়েস্ট তাদের মতে "Valid"।
২০১৯ সালে ফ্র্যাঙ্কফুটে মোটর শো'তে BMW X6 কার'সহ অনেক জায়গায় এই ভ্যান্টা ব্ল্যাকের ব্যবহার দেখা যায়। মূলত বিএমডব্লিউ'তে এর ব্যবহারই একে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয়। সেই বছরই একজন ফরাসি মিউজিসিয়ান Gesaffelstein তার এক মিউজিক শো'তে স্টেজ সাজাতে ভ্যান্টাব্ল্যাক ব্যবহার করেন।(বড়লোক্স বাজি)। এছাড়া এর আগের অর্থাৎ ১৮ এর শীতকালীন অলিম্পিকের একটা ট্র্যাকেও এর ব্যবহার করা যায়।
তো এই ছিল আরকি। ভ্যান্টাব্ল্যাক নিয়ে।
Bদায়
কলমে - তারুণ্য
